Thursday, March 16, 2023

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

 

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বরিশাল থেকে আগত একটি বাস দপদপিয়া জিরোপয়েন্ট পার হয়ে শিমুলতলা বাজার সংলগ্ন এলাকায় একটি ভ্যানগাড়ীকে চাপা দিলে ঘটনাস্থলেই এক স্কুলছাত্র ও ভ্যানচালক নিহত হয়। নিহত দুজনই স্থানীয় বাসিন্দা।

এ ঘটনায় উত্তেজিত ছাত্রজনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় বরিশাল পটুয়াখালি সড়কের দুপাশে বিপুল সংখ্যাক যানবাহন আটকা পরে। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, স্কুল ছাত্র নিহতের ঘটনায় নিহতের সহপাঠিরা সড়ক অবরোধ করে রেখেছিল তাদের সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নিহত স্কুল ছাত্র তমাল ভট্টাচার্য (১৭)স্থানীয় জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। সে এবারে এসএসসি পরীক্ষার্থী ছিলো বলে জানিয়ে স্থানীয়রা। নিহত ভ্যানচালক আকাশ (১৯) ভ্যানগাড়িতে করে বিভিন্ন খুচরা মালামাল বিক্রয় করতেন।

ঘাতক বাসকে আটক করা হয়েছে। উভয়ের লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

দুবাইয়ে একই স্বর্ণের দোকান উদ্বোধনে সাকিব-হিরো আলম

 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিউ গোল্ড সুকেতে আরাভ জুয়েলার্সের একটি দোকান উদ্বোধন করতে সাকিব আল হাসান এবং হিরো আলমসহ একঝাঁক তারকা এ মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছেন। দোকানটি বুধবার, ১৫ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে। বুধবার এ দোকান উদ্বোধন করা হবে বলে আগেই জানানো হয়েছে।

টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব আল হাসান। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর সাকিবের দুবাই যাওয়ার কারণ নিয়ে শুরু হয় নানা আলোচনা। সবার মনেই একটা প্রশ্নই জাগতে শুরু করে, কেন হঠাৎ করে দুবাই গেলেন তিনি!

তিনি ‘আরাভ জুয়েলার্স’ নামের একটি দোকান উদ্বোধন করতে সেখানে গেছেন। তিনি নিজেই ফেসবুকে তা জানান। এদিকে, ১০ মার্চ ফেসবুকে হিরো আলম দুবাইয়ে একই স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়ার কথা জানান। সে অনুযায়ী এখন দুবাইয়ে রয়েছেন হিরো আলম।

স্বর্ণের দোকান উদ্বোধনকে কেন্দ্র করে দুবাইয়ের বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনা শুরু হয়েছে। সাকিব ছাড়াও একঝাঁক তারকা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন।

তাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেল। জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে দুবাই যাচ্ছেন বলে তারা ভিডিওবার্তায় জানিয়েছিলেন। এছাড়া বেশ কয়েকজন ক্রিকেটারও সেখানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

দুবাইয়ের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস।

দুবাইয়ের ওই ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি! তিনি এক সময় বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতেন বলেও জানা গেছে। দুবাইয়ে এর আগে এত বড় আয়োজনে কোনো বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্বোধন হয়নি। সে কারণে প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে বাঙালি কমিউনিটির মধ্যে বেশ কৌতূহল রয়েছে।

Tuesday, March 14, 2023

সবাইকে নিয়ে মরব’ সুইসাইড নোট লিখে হুমকি অভিনেত্রীর

 

সোশ্যাল মিডিয়ায় সুইসাইড নোট লিখে পোস্ট করেছেন কলকাতার অভিনেত্রী পায়েল ঘোষ।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডিতে হাতে লেখা ওই চিঠিতে পায়েল লেখেন, ‘আমি পায়েল ঘোষ, যদি আমি আত্মহত্যা করি, কিংবা আমার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, তার জন্য দায়ী থাকবে কে?’

তার এ পোস্ট দেখে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ তো তাকে মনোবিদের পরামর্শ নেওয়ার উপদেশ দিয়েছেন।
অভিনেত্রীর এমন পোস্টের বিষয়টি মুম্বাই পুলিশও জেনেছে। আরেক পোস্টে পায়েল লেখেন, ‘ওশিওয়ারা থানার পুলিশ এসেছিল আমার খোঁজ নিতে। আমার চিকিৎসকের সঙ্গেই কথা বলেছেন। আমি সুশান্ত নই, মরলে সবাইকে ফাঁসিয়ে মরব।’

অভিনেত্রী সুশান্ত সিংহ রাজপুতের প্রসঙ্গ টেনে খানিকটা প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কার বা কাদের উদ্দেশে তার এই পোস্ট, তা স্পষ্ট করেননি পায়েল।

বছর দুয়েক আগে, পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন পায়েল। এরপর থেকেই একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার ইনস্টাগ্রামে সুইসাইড নোটের ছবি পোস্ট করে আলোচনায় এলেন পায়েল।

রূপগঞ্জে রাকিব হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাকিব হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে (র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন) র‍্যাব ১১ সদস্যরা । মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু।
এর আগে রাতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামি রূপগঞ্জের গোলাকান্দাইলের মৃত আছমত আলীর ছেলে জাকির হোসেন (৪৫) ও আলমগীর হোসেনের ছেলে ইলিয়াস

মামলার বরাত দিয়ে র‍্যাব জানায়, ভিকটিম রাকিব হোসেন রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় তার বোন আখি আক্তারের নির্মানাধীন ভবন দেখাশুনা করতো। স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজগ্রুপ জাকির গ্রুপের লিডার জাকির হোসেন ও ইলিয়াস হোসেনসহ তাদের অন্যান্য সহযোগীরা ভিকটিম রাকিবের নিকট হতে তার তত্ত্বাবধানে উক্ত নির্মানাধীন ভবনের জন্য চাঁদা দাবী করে। ভিকটিম রাকিব চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এতে জাকিরগ্রুপ রাকিবের উপর ক্ষুদ্ধ হয়ে গত ২১ সেপ্টেম্বর রাতে রাকিব গোলাকান্দাইল পূর্বপাড়া হান্নানের চায়ের দোকানে অবস্থান করাকালে গ্রেফতারকৃত আসামি জাকির ও ইলিয়াসসহ জাকিরগ্রুপের অন্যান্য সদস্যরা মিলে অতর্কিতভাবে ভিকটিম রাকিবের উপর হামলা করে। আসামিদের নিকটে থাকা দেশীয় অস্ত্র দ্বারা নৃশংসভাবে ভিকটিম রাকিবকে উক্ত ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করে।
উক্ত ঘটনায় ভিকটিমের বোন আখি আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানিয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সিআইডির তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।